সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক
দাপটে আইপিএলের ফাইনালে উঠল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার চিপকে প্রথম কোয়ালিফায়ারে সিএসকে ১৫ রানে হারাল গুজরাত টাইটান্সকে। এই নিয়ে মোট দশবার আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই। এখন মাহির সামনে পঞ্চমবারের জন্য ট্রফি জেতার সুযোগ।
টস হেরে ব্যাট করতে নেমে ‘ম্যাচের সেরা’ ঋতুরাজ গায়কোয়াড়ের হাফ-সেঞ্চুরির সুবাদে লড়াকু স্কোরে পৌঁছয় চেন্নাই সুপার কিংস (১৭২-৭)। জবাবে ১৫৭ রানে দাঁড়ি পড়ে হার্দিক পান্ডিয়ার দলের ইনিংসে। তবে গতবারের চ্যাম্পিয়নরা ফাইনালে ওঠার জন্য আরও একটি সুযোগ পাচ্ছে।
শুক্রবার আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে লখনউ ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন হার্দিকরা। সেই ম্যাচের জয়ীই রবিবার ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে।
এদিন ধোনির জন্য উদ্বেল ছিল হলুদ জার্সিতে ভরে যাওয়া চিপকের গ্যালারি। কিন্তু দু’বল খেলে এক রান করে ডাগ আউটের পথে হাঁটা দেন তিনি। ফলে ধোনির ব্যাটে ঝড় দেখার আশা পূর্ণ হয়নি ভক্তদের। তবে আগামী বছর খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন এসএসডি। ম্যাচের শেষে তিনি বলেন, ‘জানি না পরের আইপিএলে আবার আমায় খেলতে দেখা যাবে কিনা। ৮-৯ মাস সময় রয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে খেলি বা অন্য কোনওভাবে যুক্ত থাকি, সিএসকে’র সঙ্গেই থাকব। আসলে খেলা মানে শরীরের উপর বড্ড ধকল। এবার যেমন জানুয়ারি থেকে বাড়ির বাইরে রয়েছি। মার্চ থেকে অনুশীলন করেছি। দেখা যাক কী দাঁড়ায় পরিস্থিতি। স্বস্তির হল সিদ্ধান্তের জন্য হাতে প্রচুর সময় রয়েছে।’
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাতকে ভরসা দিচ্ছিলেন ছন্দে থাকা শুভমান গিল (৪২)। গত দুটো ইনিংসেই সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাটে। এদিনও ছিলেন মেজাজে। উল্টোদিকে ঋদ্ধিমান সাহা (১২), হার্দিক (৮), দাসুন শানাকা (১৭), ডেভিড মিলার (৪) ফিরলেও গিল ছিলেন অবিচল। কিন্তু দীপক চাহারের বলে তিনি ফিরতেই দেওয়াললিখন স্পষ্ট হয়ে ওঠে। রশিদ খান (৩০) যদিও একাই চেষ্টা করছিলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা (২-১৮), মহেশ ঠিকশানা (২-২৮), দীপক চাহার (২-২৯), পাঠিরানা (২-৩৭) নজর কাড়েন।
চেন্নাইয়ের ইনিংসের নায়ক ঋতুরাজ। মাত্র ১ রানে ক্যাচ দিয়েও জীবন পেয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪৪ বলে ৬০ করেন তিনি। ওপেনিংয়ে ডেভন কনওয়ের (৪০) সঙ্গে গায়কোয়াড়ের জুটিতে ওঠে ৮৭। মিডল অর্ডারে শিবম দুবে (১), অজিঙ্কা রাহানে (১৭), অম্বাতি রায়ডু (১৭) ফেরেন পরপর। ধোনিও ক্রিজে বেশিক্ষণ থাকেননি। রবীন্দ্র জাদেজা যদিও শেষের দিকে ১৬ বলে ২২ করে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন দলকে।