ক্রীড়া প্রতিবেদক
সিঙ্গাপুরকে হারানোর পর বাধভাঙা আনন্দ বাংলাদেশের কিশোরী ফুটবলারদের। ছবি: বাফুফে
এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ওঠার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। আজ রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের দল।
গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে আট গ্রুপে মোট ২৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এখান থেকে শীর্ষ আট দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে চারটি দল জায়গা করে নেবে মূল পর্বে। আগেই মূল পর্বে খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ইন্দোনেশিয়া, জাপান, উত্তর কোরিয়া ও চীন।
আগামী বছর এপ্রিলে এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে।