সুবর্ণবাঙলা প্রতিবেদন
পঞ্চমবারের মতো নীলফামারী-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত আসাদুজ্জামান নূর ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিনোদন জগতের একঝাঁক তারকা অংশ নিয়েছিলেন। যাদের বেশিরভাগই হেরেছেন। তবে ভিন্নচিত্রও রয়েছে।
আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ বিজয়ী হয়েছেন। আসাদুজ্জামান নূর পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আর প্রথমবারই বাজিমাত করেছেন চিত্রনায়ক ফেরদৌস।
মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু তারকারা কে কত ভোট পেলেন, জেনে নেওয়া যাক।
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী আসাদুজ্জামান নূর
পঞ্চমবারের মতো নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোটসংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ৩৩৯। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।
ফেরদৌস পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট
প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়েই জয়ের মালা গলায় পরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার এই প্রার্থী পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
বড় ব্যবধানে হারলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বড় ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি ভোট। এ আসনে জিতেছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী। মোট এক লাখ তিন হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।
নৌকা প্রতীকেও ধরাশায়ী সংগীতশিল্পী মমতাজ
মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ১৩৮টি ভোট।
নৌকার প্রার্থীর কাছে পাত্তাই পাননি সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী হেরে গেছেন। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির। তিনি পেয়েছেন এক লাখ ৬৫ হজার ৮৪২টি ভোট। ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র চার হাজার ৩৮২ ভোট, যা ফিরোজের মোট ভোটের ৩৭ ভাগের একভাগ।
হিরো আলম পেলেন মাত্র দুই হাজার ১৭৫ ভোট
জামানত হারিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাত্র দুই হাজার ১৭৫ ভোট পেয়েছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে স্থানীয়ভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮টি ভোট।