সুবর্ণবাঙলা প্রতিবেদন
বিয়ের ৮ বছর পর একে একে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন চাঁদপুরের সৌদি প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (২৬)। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে দেড় ঘণ্টার ব্যবধানে স্বাভাবিকভাবেই তাদের জন্ম হয়।
এর তত্ত্বাবধানে ছিলেন গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমা হকের নেতৃত্বে একদল চিকিৎসক।
অধ্যাপক নাজমা হক বলেন,পাঁচ নবজাতকের মধ্যে তিনটি ছেলে, দুটি মেয়ে। এদের মধ্যে জন্মের সময় একটি মেয়ে শিশু মৃত ছিল। বাকি তিন ছেলে এক মেয়েকে নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।
তিনি আরও বলেন, প্রসূতি রুমা আক্তার রোববার রাতে হাসপাতালে ভর্তি হন। সকালে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
তিনি বলেন, বিয়ের দীর্ঘ ৮ বছর পর এই প্রথম সন্তান জন্ম দিলেন রুমা।
চিকিৎসক জানান, শিশুগুলো অপরিপক্ব অবস্থায় ২৯ সপ্তাহে জন্মগ্রহণ করেছে। তাদের ওজনও কম। তাদেরকে নবজাতক বিভাগের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।
চাঁদপুর সদরের দাশাদী গ্রামের প্রবাসী শহিদ মোল্লার স্ত্রী রুমা। একসঙ্গে একাধিক সন্তান জন্ম দেওয়ায় রুমা আক্তারের স্বজনরা খুবই আনন্দিত। তার বোন, মা ও ভগ্নিপতি সবাই তার পাশে রয়েছেন।