স্বপ্নজাল
মো. শহীদুল ইসলাম
স্বপ্ন দেখতেও ভয় হয়
বেঁচে থাকা যেখানে যুদ্ধ,
স্বপ্ন দেখা সেখানে বিলাসিতা।
তবুও আমি একটা স্বপ্ন দেখি,
এটা একটা স্বপ্ন
এ স্বপ্ন এক প্রত্যাশার নাম,
কেউ না জানুক আমার স্বপ্নেরা জানে
স্বপ্নেরও হৃদয় ভাঙার গান আছে,
আছে দূর্গতি,পরিনতির গোলকধাঁধা।
স্বপ্নেরও কষ্ট থাকে!
বৈচিত্র্য, বৈপরীত্যে একাকার,
ইচ্ছে আর স্বপ্নের চিরকালীন দ্বন্দ্ব
পূর্ণ, অপূর্ণতার বিভাজন..
থাকে প্রত্যাশা আর প্রাপ্তির মায়াজাল…।