চার্লসের রেকর্ড সেঞ্চুরিতে উইন্ডিজের রানের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
জনসন চার্লসের রেকর্ড গড়া সেঞ্চুরির দিনে রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় সিরিজ নিশ্চিত করতে নেমে ইনিংসেরে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন জনসন চার্লস।
ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে আউট হন ব্রান্ডন কিং। এরপর কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে মাত্র ৫৮ বলে ১৩৫ রানের বিধ্বংস জুটি গড়েন চার্লস। ১০.১ ওভারে দলীয় ১৩৭ রানে ২৭ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫১ রান করে ফেরেন কাইল মায়ার্স।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করে ফেরেন নিকোলাস পুরান। ১৩.৬ ওভারে দলীয় ১৭৬ রানে সাজঘরে ফেরেন চার্লস। তার আগে ৪৬ বলে ১০টি চার আর ১১টি ছক্কার সাহায্যে খেলেন ১১৮ রানের ঝড়ো ইনিংস।
চার্লস মাত্র ৩৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন। যা উইন্ডিজের হয়ে দ্রুততম। এর আগে সাবেক অধিনায়ক ক্রিস গেইল ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
রোববার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ।
এদিন জনসন চার্লসের সেঞ্চুরির রেকর্ড গড়ার ম্যাচে টি-টোয়েন্টিতে সপ্তম সর্বোচ্চ ২৫৮/৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ২০১৬ সালে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ২৪৫ রান করেছিল তারা। নিজেদের গড়া ৭ বছরের আগের সেই রেকর্ড ভেঙে রোববার ২৫৮ রানের ইতিহাস গড়ে ক্যারিবীয়রা।