স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার কারণে পয়েন্ট হাতছাড়া করতে চাইছে না স্বাগতিকরা। ঘরের মাটিতে সফরকারী বাংলাদেশকে বধ করতে ‘অল পেস অ্যাটাকে’ যাবে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান টেস্ট দলের হেড জেসন গিলেস্পি নিজে একজন পেস বোলার থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যার কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে থাকা একমাত্র লেগ স্পিনার আবরারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় যুক্ত করা হয়েছে পেসার আমির জামালকে। এছাড়াও আগে থেকে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে আছেন নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, মীর হামজা, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদের মতো দ্রুতগতির বোলাররা। যার কারণে সহজে অনুমান করা যায়, স্বাগতিক পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণের সামনে টিকে থাকতে হলে সাকিব, মুশফিক, শান্তদের কঠিন পরীক্ষা।
এর আগে সবশেষ ২০২০ সালে পাকিস্তান সফর করেছে বাংলাদেশ। সেবার রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। সেই ম্যাচে বাংলাদেশের দুই ইনিংসে ১৩ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের তিন পেসার। এর আগে ২০০৩ সালে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের পেসার সাব্বির আহমেদ ১৭ উইকেট, উমর গুল ১৫ এবং শোয়েব আক্তার ১৩ উইকেট পেয়েছিলেন।
তাই বলাই যায়, এবারও পেস দিয়ে বাংলাদেশকে কাবু করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ২৮ বছর পর আবারও অল পেস অ্যাটাক নিয়ে খেলতে নামবে পাকিস্তান। এর আগে সবশেষ ১৯৯৫ সালে শুধু পেসারদের নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান।