সুবর্ণবাঙলা রিপোর্ট
ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৮ রান করে পাকিস্তান। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৫৫৬ রানে থেমেছে বাংলাদেশ। ১১৭ রানের লিড পেয়েছে টাইগাররা। ফলে চালকের আসনে এখন বাংলাদেশ।
পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৫৫৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিংয়ে ভীত দেন অভিজ্ঞ মুশফিক ও ওপেনার সাদমান ইসলাম।
তবে আক্ষেপে পুড়েছেন এই দুই ব্যাটার। ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান। আর ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন মিস্টার ডিপেন্ডেবল। সাদমান ১৮৩ বলে ৯৩ ও মুশফিক করেছেন ৩৪১ বলে ১৯১ রান।
এছাড়াও ফিফটি করেছেন আরও তিনজন ব্যাটার। মুমিনুল ৭৬ বলে ৫০, লিটন দাস ৭৮ বলে ৫৬ ও মেহেদি হাসান মিরাজ করেছেন ১৭৯ বলে ৭৭ রান। মোটা ১৬৭ ওভার ৩ বলে ৫৫৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ নিয়েছেন ৩টি উইকেট।