যে কারণে আল হিলালকে না বলেছেন মেসি

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আগামী মৌসুম থেকেই আমেরিকান এই ক্লাবে দেখা যাবে কাতার বিশ্বকাপজয়ী মেসিকে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি।

মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক আগে থেকে ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছিল। তবে অতটা আলোচনায় থাকেনি আমেরিকান এই ক্লাবটি। মূলত মেসিকে পাওয়ার দৌড়ে মূল আলোচনায় ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।

দুই বছরের জন্য সৌদির আল হিলাল মেসিকে দিতে চেয়েছিল ১ বিলিয়ন ইউরোর বেশি। কিন্তু মেসি তাদের এক বছর অপেক্ষা করতে বলেছিলেন। আল হিলাল মেসির এই অনুরোধ ভালোভাবে নেয়নি। শেষ পর্যন্ত তাদের না বলে দেন তিনি।

জানা গেছে, লিওনেল মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। তাছাড়া লিও নিজেও সৌদির লাইফস্টাইলকে সেভাবে পছন্দ করতেন না। তাই বিশাল অঙ্কের প্রস্তাব আসলেও মরুভূমির দেশটিতে যেতে রাজি হননি মেসি।

সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি মিয়ামিতে মেসি একটি বাড়ির মালিক, যা তিনি ভাড়া দিয়ে রেখেছেন। ফলে নতুন সিদ্ধান্তে বাড়ি খোঁজার কষ্টটা তাকে করতে হচ্ছে না।

শুধু তাই নয়, সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়াতেও থাকছে লোভনীয় সব প্রস্তাব। ক্লাবটিতে চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সঙ্গে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে বিশ্বখ্যাত স্পোর্টস পণ্য তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি। এছাড়া অবসরের পর ক্লাবের অংশীদার হওয়ার সুযোগও থাকছে বিশ্বকাপজয়ী মেসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *