কোনো ব্যাটারের ফিফটি ছাড়াই ইতিহাসে অনন্য নজির অজিদের

খেলাধুলা

সুবর্ণবাঙলা ডেস্ক


টি-টোয়েন্টি বিশ্বকাপে

অদ্ভুত এক রেকর্ডের নজির হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এ ম্যাচে। কোনো ব্যাটারের ফিফটি ছাড়াই ২০১ রান করল অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড করল ১৬৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এ এক অনন্য নজির স্থাপন করল দুই দল।

যেখানে উভয় দলের মোট স্কোর (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ) ছিল ৩৬৬ রান। উভয় দলের কোনো ব্যাটার অর্ধশতক রান করতে পারেননি।

আনন্দবাজারের প্রতিবেদন সূত্র জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ক্রিকেটবিশ্বের দুই ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে খেলতে নামে দুদল। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান করে। এর জবাবে ইংল্যান্ড করে ৬ উইকেটে ১৬৫ রান । ফলে ৩৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া। যেখানে উভয় দলের মোট স্কোর ছিল ৩৬৬ রান। অথচ দুদলের কোনো ব্যাটারই অর্ধশতক রান করতে পারেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যক্তিগত ৫০ ছাড়াই সর্বোচ্চ স্কোর—

৩৬৬ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ব্রিজটাউন ২০২৪
৩২৭ দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ব্রিজটাউন ২০১০
৩১১ আয়ারল্যান্ড বনাম ওমান ধর্মশালা ২০১৬
৩০৩ ইংল্যান্ড বনাম ভারত লর্ডস ২০০৯
৩০৩ নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা অ্যাডিলেড ২০২২
৩০২ নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড গ্রস আইলেট ২০১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত ৫০ ছাড়াই সর্বোচ্চ স্কোর

২০১/৭ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ব্রিজটাউন ২০২৪
২০০/৬ ইংল্যান্ড বনাম ভারত ডারবান ২০০৭
১৯৩/৭ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম ২০১৪
১৯০/১০ নিউজিল্যান্ড বনাম ভারত জোবার্গ ২০০৭

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি দলের সর্বোচ্চ স্কোর

২০১/৭ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ব্রিজটাউন
১৯৭/৩ আমেরিকা বনাম কানাডা ডালাস
১৯৪/৫ কানাডা বনাম আমেরিকা ডালাস
১৮৩/৫ আফগানিস্তান বনাম উগান্ডা প্রভিডেন্স
১৬৪/৫ অস্ট্রেলিয়া বনাম ওমান ব্রিজটাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *