দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত!

খেলাধুলা

অনলাইন ডেস্ক

হারমানপ্রীত কৌর । ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিতর্কের জন্ম দেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। শনিবার (২২ জুলাই) মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আউট হওয়ার পর এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তার অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে সমালোচনা। এরপর থেকেই কৌতূহল, কী শাস্তি হতে যচ্ছে তার? অবশেষে আজ মঙ্গলবার জানা গেছে, আচরণবিধি ভঙের শাস্তি হিসেবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন হারমানপ্রীত।

২২ জুলাইয়ের ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন, আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলেছেন তিনি।

তার মাঠে এই অখেলোয়াড়িসুলভ আচরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলা আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। যে কারণে ২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, স্টাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার সুপারিশ করেছেন ম্যাচ রেফারি। সঙ্গে ডিমেরিট পয়েন্ট সুপারিশ করেছেন ৪টি। ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায়। বাকি ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এর ফলে পরবর্তী একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়।

অর্থাৎ ম্যাচ রেফারির প্রস্তাব গৃহীত হলে এ বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীতকে ছাড়াই খেলতে হবে ভারতীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *