সুবর্ণবাঙলা প্রতিবেদক
আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়া ১৩ বিদেশি মিশনের প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বুধবার এই ১৩টি মিশনের প্রধানকে তলব করা হয়েছে।
ঢাকা -১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ১৯ জুলাই বিবৃতি দেন ঢাকায় বিদেশি ১৩টি মিশন প্রধান।
এদের মধ্যে রয়েছেন- পরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।
একই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এর জেরে ২০ জুলাই জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
গত ১৭ জুলাই ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন হিরো আলম। ভোট শেষ হওয়ার কয়েক মিনিট আগে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি।
হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
ডিশ ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করা হিরো আলম ফেসবুক ও ইউটিউবে গান ও অভিনয়ের বিভিন্ন কনটেন্ট করেন।
২০১৮ সাল থেকে তিনটি উপনির্বাচনসহ চার আসন থেকে সংসদীয় ভোটে লড়েছেন। তবে একবারও জিততে পারেননি তিনি।