সুবর্ণবাঙলা ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছেন বাবর আজমরা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ম্যাচটি হবে।
এর আগে পাকিস্তান প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায়। তাই এই ম্যাচ বাবর আজমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কাছে এ ম্যাচ হারলে কোয়ার্টার ফাইনালে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। আর ভারত চাইবে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখতে।
আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা গেছে, বাবর আজমরা ভারতকে হারালেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান—এমন সমীকরণে রয়েছেন বাবর আজমরা। পাকিস্তান ভারতকে হারালেও নিশ্চিন্ত থাকার উপায় নেই। গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন গতবারের রানারআপরা।
সূত্রে জানায়, পাকিস্তান প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিপাকে পড়েছে। পরিস্থিতি খুব জটিল বাবর আজ়মদের জন্য। আজ যদি ভারতের বিপক্ষে জয়ও পান তারা, নিশ্চিন্ত থাকার উপায় নেই । গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারেন বাবররা।
নিয়মানুযায়ী গ্রুপের প্রথম দুটি দল যাবে সুপার এইট পর্বে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছাড়া বাবর আজমরা সব ম্যাচ জিতলে এবং যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ভারত, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র সমান ৬ পয়েন্টে শেষ করবে। সে ক্ষেত্রে দেখা হবে নেট রান রেট। নেট রানরেটে বাবররা প্রথম দুই দলের মধ্যে না থাকলে ছিটকে যাবেন প্রতিযোগিতা থেকে।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের নেট রান রেট ০.৬২৬। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছেন আয়োজকরা। ২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। একটি ম্যাচ খেলে রোহিত শর্মাদের নেট রান রেট ৩.০৬৫। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা। দুই ম্যাচে খেলে তাদের পয়েন্ট ২, যার নেট রান রেট -০.২৭৪। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট শূন্য। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছেন আইরিশরা। তাদের নেট রান রেট -১.৭১২।
এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জ়িম্বাবুয়ের কাছে হারার পরও ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। ফাইনালেও খেলেছিলেন তারা। এবার প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও পরিস্থিতি জটিল, সুপার এইটে যাওয়া কঠিন। তাই ভারতসহ বাকি সব ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বাবররা।
আর যদি ভারতের কাছে পাকিস্তান হেরে যায়, সে ক্ষেত্রে বাবরদের ৪ পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ থাকবে না। তাই ভারত ও যুক্তরাষ্ট্র আর একটি করে ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬ করে। স্বভাবতই শেষ আটে যাওয়ার সুযোগ আর বাবরদের থাকবে না।