স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের যুবা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জটিল সমীকরণ নিয়ে সুপার সিক্সে মাঠে নামছে বাংলাদেশ। ব্লয়েমফনটেইনে আগামীকাল বাংলাদেশ যুব দলের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু হবে বেলা ২টায়।
যুব বিশ্বকাপে সুপার সিক্সে দুটি গ্রুপে ১২টি দল খেলবে। বাংলাদেশ রয়েছে এ-গ্রুপে। এই গ্রুপের অপর পাঁচটি দল হলো-ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও নেপাল।
এর মধ্যে গ্রুপপর্বে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সুপার সিক্সে এই দুদলের বিপক্ষে আর খেলতে হবে না যুব টাইগারদের।
গ্রুপে অপর তিন দলের মধ্যেও দুটি প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। যারা সুপার সিক্সে উঠেছে তাদের সঙ্গে জয়ী ম্যাচগুলোর পয়েন্টই শুধু যোগ করা হয়েছে। বাংলাদেশের পয়েন্ট দুই। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান চার করে পয়েন্ট ভারত ও পাকিস্তানের। সুপার সিক্সে দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের জন্য সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে।
বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা ফল নিয়ে চিন্তা করছি না। নিজেদের প্রক্রিয়া ঠিক রেখে এগোতে চাই।’ ফিকশ্চার নিয়ে তিনি বলেন, ‘এই ফরম্যাটটা একটু জটিল। এজন্য আমরা কিছুটা পিছিয়ে থেকে শুরু করছি। সেটা ভেবে লাভ নেই।’