আবহাওয়া অধিদপ্তর প্রদত্ত ঝড়-বৃষ্টির বার্তা

জাতীয় পরিবেশ ও জলবায়ু

সুবর্ণবাঙলা প্রতিবেদন

আবহাওয়া অধিদপ্তর। ফাইল ছবি

রোববার দিনের বেশির ভাগ সময় মেঘলা ছিল রাজধানী ঢাকার আকাশ। তবে বিকেল নাগাদ নামে ঝুম বৃষ্টি। এ ছাড়া রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও হালকা বৃষ্টি হয়েছে। আজ সোমবারও এসব এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চলে।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলছেন, আজ সোমবার সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোয় বেশি বৃষ্টি হতে পারে।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী দুই–এক দিন ঢাকায় বৃষ্টি কমলেও আশপাশের জেলাগুলোতে বাড়তে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগসহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে চলতি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাছাড়া এই সময়ে দেশের উত্তর–পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে সারা দেশে হতে পারে তিন থেকে পাঁচটি হালকা বজ্রঝড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *