মার্তিনেজ ঢাকার পর কলকাতায় যাচ্ছেন যে কারণে

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

মার্টিনেজ

কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন আর্জেন্টিনা দলের মহাপ্রাচীর। গোলপোস্টে তার বিশ্বস্ত হাত না থাকলে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয় সম্ভব ছিল না।

ফুটবল বিশ্লেষকদের মতে, লিওনেল মেসি নাম্বার ওয়ান হতে পারেন কিন্তু এমিলিয়ানো স্পেশাল ওয়ান।

সোমবার ভোরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনা দলের এই গোলরক্ষক। ঢাকায় কয়েক ঘণ্টার জন্য অবস্থান করবেন মার্তিনেজ। দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে।

এদিকে ৩ জুলাই রাতে পা রাখার কথা রয়েছে ভারতের কলকাতায়। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

মঙ্গলবার বিকালে এমিলিয়ানো যাবেন কলকাতার শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবে। নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন এমিলিয়ানো। ওইদিন মোহনবাগান মাঠে যাবেন স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে। মার্তিনেজের হাতে মোহনবাগান তুলে দেবে সোনার রতœ সম্মাননা। তিনি ক্লাবে সূচনা করবেন সোবার্স, পেলে, ম্যারাডোনা নামাঙ্কিত গেটের।

জানা গেছে, বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের অধিকারী মার্তিনেজকে সামনে থেকে দেখতে পাবে, এই খুশিতে ইতোমধ্যে গা ভাসিয়েছেন কলকাতায় ক্রীড়াপ্রেমীরা। একবার তাকে চোখের সামনে থেকে দেখার উন্মাদনা যে কতটা ফ্যানদের মধ্যে, তা ভালোই টের পেয়েছেন মোহনবাগান কর্তারা।

বুধবারও মার্টিনেজের নানা ব্যস্ততা রয়েছে। এদিন সকালে যাবেন কলকাতার আরও একটি ক্লাব সন্তোষ মিত্র স্কয়ার। তারপর সেখান থেকে যাবেন লেকটাউনের বিধায়ক সুজিত বসুর অনুষ্ঠানে। ওখান থেকে তিনি যাবেন হুগলি রিষড়ায় এক শিল্পপতি শতদ্রু দত্তের বাড়িতে। তবে তার মাঝে বুধবার কলকাতার সৌরভ গাঙ্গুলী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *