স্পোর্টস ডেস্ক
নাজমুল হোসেন শান্ত
বিশ্বকাপ শুরুর আগে চলতি বছরে ১৪ ইনিংসে দুই সেঞ্চুরি আর পাঁচ ফিফটিতে ৪৯.৮৫ গড়ে ৬৯৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। দারুণ ছন্দে থাকার পরও বিশ্বকাপ খেলতে গিয়ে চরম ব্যর্থ।
বিশ্বকাপে শান্তর ব্যর্থতা নিয়ে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিার হাথুরুসিংহে রোববার দিল্লিতে অনুশীলন শুরুর আগে বলেন, শান্তর সঙ্গে সার্বক্ষণিক কথা হচ্ছে। আমরা সমস্যার কিছুই পাইনি। টেকনিক্যাল কিছু নেই এখানে। শুধুই দুর্ভাগ্য। আমার মনে হয় না শান্তর টেকনিক নিয়ে কিছু করার আছে। দুর্ভাগ্যবশত এটিই ক্রিকেট, এটিই খেলার সৌন্দর্য।
কোচ আরও বলেন, শান্তর ক্ষেত্রে যদি বলেন, আপনি জানেন যে কোনো ভালো ব্যাটসম্যান প্রথম ৫-১০ বলের মধ্যে আউট হয়ে যেতে পারে। শান্ত দুইবার প্রথম বলে আউট হয়েছে। তো এটি খুবই দূর্ভাগ্যজনক। লেগ সাইডের বা হাফ ভলিতে সে আউট হয়েছে, অন্য কোন দিন সে সহজেই বলগুলো বাউন্ডারিতে পাঠাত।
হাথুরুসিংহে আরও বলেন, জিনিসগুলো নির্দিষ্টভাবে আমাদের পক্ষে আসেনি। আমি আগেও যেমনটা বলেছি, একজন বা দুজনকে উঠে দাঁড়াতে হবে এবং খেলার নিয়ন্ত্রণ নিয়ে পরের দুই ম্যাচে আমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে।