সুবর্ণবাঙলা বিনোদন
শ্রদ্ধা সদা ব্যস্ত। কখনও শুটিংয়ে কখনও ছবির প্রচারে। তার মধ্যেই সময় বের করে সোমবার রাতে সিনেমা হলে নায়িকা! এবং তিনি নাকি একা ছিলেন না। সঙ্গী ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির কাহিনিকার রাহুল মোদী। বলিউড আরও বলছে, শ্রদ্ধা দ্বিতীয় বার প্রেমে পড়লেন। এর আগে নাকি নায়িকা তারকা চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠর প্রেমিকা ছিল। ২০২২-এ সেই প্রেম ভাঙে।
সপ্তাহের প্রথম রাতে কোথায় দেখা গিয়েছে শ্রদ্ধাকে? পাপারাৎজিদের ছবি বলছে, মুম্বইয়ের জুহু এলাকার একটি প্রেক্ষাগৃহের বাইরে তাঁকে দেখা গিয়েছে। নায়িকাকে প্যাস্টেল সালোয়ার স্যুটে সুন্দর লাগছিল। প্রেক্ষাগৃহের বাইরে ছবি শিকারিরা তাঁকে ঘিরে ধরেন। শ্রদ্ধা কিন্তু একটুও বিরক্ত হননি। বরং হাসিমুখ পোজ দেন। এই পর্যন্ত ঠিকই ছিল। গোল বাঁধে একই সময় ভিতর থেকে রাহুল বেরিয়ে আসায়। তিনি যদিও অন্য গাড়িতে এসেছিলেন। পাপারাৎজিদের জন্য কোনও পোজও দেননি। সেই ছবি ছড়িয়ে পড়তেই দুইয়ে দুইয়ে চার করে নেন অনুরাগীরা।
শ্রদ্ধার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এই ছবিরই গল্প লিখেছেন রাহুল। পরিচালক লাভ রঞ্জন। শ্রদ্ধা এর আগেও রঞ্জনের সঙ্গে কাজ করেছেন। যদিও শ্রদ্ধা এখনও রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে প্রায়ই রাহুলের সামাজিক পাতায় অভিনেত্রীর ছবি দেখা যায়।