ঈদযাত্রায় ট্রেনের টিকিট কাটতে যে কৌশল নেবেন

পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা অনলাইন ডেক্স

রেল যাত্রায় পরিবারের সবার নামে (সম্ভাব্য) একাউন্ট খুলে ফেলবেন। টিকিট কাটার দিন সকাল ৮টায় যতটুকু সম্ভব আলাদা আলাদা মোবাইল অথবা কম্পিউটার ডেস্কটপ /ল্যাপটপ দিয়ে সবাই এক সাথে সার্ভার এক্সেস নেয়ার চেষ্টা করবেন।
সার্ভার ক্যাপাসিটি যথেষ্ট বাড়ানো হয়েছে। এবার সার্ভার এক্সেস নিতে কিউ সিস্টেম করা হয়েছে। প্রথমে একবারেই পাঁচ লাখ যাত্রী নির্বিঘ্নে ঢুকে কাজ সমাধা করতে পারবে। এই পাঁচ লাখ থেকে যত বের হয়ে যাবে, ততটুকুই আবার ঢুকবে।
সার্ভার ম্যানিপুলেশনের কোন সুযোগ নেই। মনে রাখবেন মোট যাত্রীর তুলনায় কালোবাজারির সংখ্যা অতি নগণ্য। সার্ভার একাউন্ট চেনে, কালোবাজারি চেনে না।

আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করুন। রেজিস্ট্রেশন করে টিকিট করুন এবং যাত্রাকালীন এনআইডি/জন্মসনদ সাথে রাখুন।
অধৈর্য বা হতাশ হয়ে পোস্ট দিচ্ছেন অনেকেই। টিটিই/টিসি সাহেবরা চেক করছেন না, চেয়ার টুল ব্যবস্যা জমজমাট, ইত্যাদি বিষয়ে প্রতিদিন অসংখ্য পোস্ট/কমেন্ট আসছে।

সমস্যা আছে। চেকিংও হচ্ছে, তবে প্রত্যাশার তুলনায় অনেক কম। যেহেতু রেলে জনবল সংকট মারাত্মক।
আপনারা নৈতিক দায়িত্ব পালন করুন। কালোবাজারির কাছে থেকে এডিট করা টিকিট কিনে বিপদে পড়বেন না।
রিফান্ড ব্যবসাও বন্ধ হয়ে যাবে। একটু সময় দিন। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লাগছে। নিশ্চিত থাকুন, কালোবাজারিদের সব পথ বন্ধ হবেই ইনশাআল্লাহ।

যারা যত সমস্যার কথা উল্লেখ করেছেন বা পরামর্শ দিয়েছেন, গ্রহণযোগ্য সবটারই সমাধান করার চেষ্টা করা হচ্ছে। একটু সময় দিন প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *