শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ বিমানের মেকানিক আটক

আইন আদালত পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক


ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন এয়ারক্রাফট মেকানিককেও আটক করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, ৬৮টি স্বর্ণেরবারসহ বিমানের এক এয়ারক্রাফট মেকানিককে আটক করা হয়েছে। জব্দ হওয়া স্বর্ণের বারের ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএনের অফিসে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *