ভোমরা বন্দরে আমদানি কমেছে ২ লাখ টন

অর্থ ও বাণিজ্য জাতীয় বন্দর

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ছবি: সংগ্রহ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আগের বছরের তুলনায় পণ্য আমদানি কমেছে। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে পণ্য আমদানি কমার এ হার দুই লাখ টনের বেশি।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ জানায়, ২০২২-২৩ অর্থবছরে বন্দর দিয়ে বিভিন্ন প্রকার পণ্য আমদানি হয়েছে ৩০ লাখ ৯ হাজার ৫৪ টন। যার আমদানি মূল্য ৬ হাজার ৭৫৩ কোটি ২০ লাখ টাকা।

এর আগের অর্থবছরে (২০২১-২২) ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছিল ৩২ লাখ ৯ হাজার ২৮১ টন। আমদানি করা এসব পণ্যের মূল্য ছিল ৮ হাজার ৯৭১ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে বিদায়ী অর্থবছরে এ বন্দরে পণ্য আমদানি কমেছে ২ লাখ ২২৭ টন।

এ পরিস্থিতির জন্য অংশীজনেরা বিভিন্ন কারণ উপস্থাপন করছেন।

ভোমরা বন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মেসার্স রোহিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রামকৃঞ্চ চক্রবর্তী বলেন, ‘বেনাপোলে ফল আমদানিতে ব্যবসায়ীদের প্রতি ট্রাকে পচনশীল ওজন বাদ রেখে ডিউটি নেওয়া হয়। কিন্তু ভোমরা বন্দরে ফল আমদানিতে পচনশীল হিসেবে কোনো ছাড় পাওয়া যায় না।’

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি কাজি নওশাদ দিলওয়ার রাজু বলেন, ‘এ বন্দরে পণ্য আমদানি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যবসায়ীদের সব ধরনের পণ্য আমদানির অনুমোদন নেই।’

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, ‘আমদানি-রপ্তানি বাড়াতে হলে সব ধরনের বৈষম্য দূর করে বন্দরের সক্ষমতা বাড়ানো খুবই দরকার।’

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন বলেন, ‘বন্দরে পণ্য আমদানি কম-বেশি হয়ে থাকে মূলত ব্যবসায়ীদের চাহিদার ওপর ভিত্তি করে। এখানে কাস্টমস কর্তৃপক্ষের কিছুই করার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *