সুবর্ণবাঙলা প্রতিবেদন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন।
সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি জানান, ১৪ এপিবিএনের আওতাধীন ক্যাম্প ১৭-তে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি আরও জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি।