আমার পরিচয় পাবলিক দেবে- আমি না, কাকেে উদ্দেশ্য করে বললেন শাকিব খান?

বিনোদন

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ এবার ঈদে মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বর্তমানে সিনেমার প্রচারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখান থেকে ফেসবুকে একটি পোস্টে এই সুপারস্টার লিখেছেন, ‘আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে- আমি না!’

‘প্রিয়তমা’ দেখার আহ্বান জানিয়ে শাকিব আরও লিখেছেন, ‘ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ড ওয়াইড ১৫২টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে `প্রিয়তমা’। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে `প্রিয়তমা’ উপভোগ করুন।’

এই নায়কের পোস্ট দেওয়ামাত্রই ভাইরাল হয়ে যায়। এ পোস্ট নিয়েও নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। সবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— কাকে উদ্দেশ্য করে ‘ঢোল পেটানো’র কথাগুলো বলেছেন।

তবে তার ভক্তরা প্রিয় শিল্পীর কথায় একাগ্রতা প্রকাশ করেছেন। তারা উস্কানিমূলক বক্তব্য থেকেও বিরত আছেন।

এদিকে রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব- ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *