অনলাইন ডেস্ক
উত্তর ভারতের কয়েকটি অংশে তিন দিন ধরে তুমুল বৃষ্টিপাতে বিপর্যয় দেখা দিয়েছে। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই অঞ্চলগুলোর বহু নগর ও ছোট শহরের রাস্তা ও ভবনগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে আছে।
ভারতের আবহাওয়া বিভাগ তাদের পূর্বাভাসে বলেছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলোতে আগামী দুদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খবরে বলা হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও দিল্লির বাসিন্দারা অনলাইনে যেসব ছবি ও ভিডিও পোস্ট করেছেন, তাতে পানির তোড়ে যানবাহনকে কাগজের নৌকার মতো ভেসে যেতে দেখা গেছে। অন্য ভিডিওতে আবাসিক এলাকাগুলোতে প্রবল বেগে কর্দমাক্ত পানি ঢুকতে, নদীর পানি উপচে তীরের সবকিছু ডুবে থাকতে এবং মাটিতে বড় বড় গর্ত তৈরি হতে দেখা গেছে।
বন্যা পরিস্থিতি সামাল দিতে হরিয়ানা হাতিনিকুণ্ড ব্যারেজ থেকে এক লাখ কিউসেক পানি যমুনা নদীতে ছেড়ে দিয়েছে। এতে বন্যার আশঙ্কায় দিল্লির সরকার বন্যাপ্রবণ এলাকাগুলোর ওপর নজর রাখার জন্য ১৬টি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।
রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হওয়ায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং শহরগুলোতে ব্যাপক জলবদ্ধতা দেখা দিয়েছে।