সাকিব আল হাসান বিরল রেকর্ডে অধিকারী হলেন!

খেলাধুলা

সুবর্ণবাঙলা স্পোর্স ডেস্ক

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান যেন মাঠে নামেনই রেকর্ড ভাঙতে-গড়তে। প্রত্যেক সিরিজেই নতুন রেকর্ডে নিজের নাম লেখান ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আফগানিস্তানের বিপক্ষে ১২৭ রানের জবাবে ব্যাট করছিলেন সাকিব। ম্যাচের তখন ১৪.২ ওভারের খেলা চলছিল। আফগান পেসার আবদুল রহমানের অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের বল স্কয়ার কাট করেন সাকিব। আফগান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের ডাইভ দিলেও বল পাশ দিয়ে চলে যায় বাউন্ডারিতে। তাতে ২৯ রানে পৌঁছানোর মধ্য দিয়ে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১৪ হাজার রান এবং ৬০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সাকিব।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১। এর মধ্যে টেস্টে ৪ হাজার ৪৫৪, ওয়ানডেতে ৭ হাজার ১৭২ এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৪৫। ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে আর ২৯ রান দরকার ছিল সাকিবের। ইনিংসের ১৫তম ওভারে প্রথম খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ডের জন্ম দেন বাংলাদেশ তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১২ ও ১৩ হাজার রান এবং ৬০০ উইকেট শিকারের রেকর্ডেরও জন্ম দিয়েছেন সাকিব। তবে ন্যূনতম ৫০০ উইকেট ও ১১ হাজার রানের ‘ডাবল’ ক্লাবে শুধু জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি আর সাকিবই ছিলেন। ২০২১ সালের ১৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ক্যালিসের ৫৭৭ উইকেট টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

তবে ন্যূনতম ১২ হাজার, ১৩ হাজার, ১৪ হাজার রান এবং ৬০০ উইকেটের ‘ডাবল ক্লাবে’ সাকিবই একমাত্র খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *