১৮ জেলে তিন দিন ধরে ভাসছিলেন গভীর সমুদ্রে

অন্যান্য ঘটণা- দুর্ঘটনা

সুবর্ণবাঙলা ডেস্ক

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসছিলেন একটি ফিশিং ট্রলারের ১৮ জেলে। তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন।

মঙ্গলবার তাদের উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে নিয়ে আসা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

কোস্টগার্ড সূত্র জানায়, শুক্রবার এফভি ‘সাইফুর’ নামের একটি ফিশিং ট্রলার নোয়াখালীর হাতিয়া এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরদিন ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। তিন দিন পর মঙ্গলবার এটি ভাসতে ভাসতে মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্টগার্ড পূর্ব জোনের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে কোস্টগার্ডের নিয়মিত টহল জাহাজ ‘সবুজ বাংলার’ অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্র আরও জানায়, প্রাথমিকভাবে জেলেরা সমুদ্রে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। এ অবস্থায় উত্তাল সমুদ্রে টানা সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা ট্রলারটি ১৮ জন জেলেসহ সাঙ্গু গ্যাসফিল্ড হতে আনুমানিক ১০ দশমিক ৬ নটিক্যাল মাইল উত্তর-উত্তর পশ্চিম হতে উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেসহ ট্রলারটিকে কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়। তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *