সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ইউক্রেনে রাশিয়ান এক যুদ্ধ সাংবাদিক হত্যায় ফৌজদারি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্ত সংস্থা।
প্রথম থেকেই রাশিয়া এই হত্যাকাণ্ডে ইউক্রেনের ক্লাস্টার বোমা ব্যাবহারকে দায়ী করে আসছে।
সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের পিয়াতিখাটকার কাছে ইউক্রেনিয়ান সশস্ত্র সেনারা রাশিয়ান সাংবাদিকদের লক্ষ করে গুলি চালায়।
হত্যার সময় কোন ধরনের অস্ত্র বা গোলাবারুদ ব্যবহার করেছে এই ব্যাপারে তদন্ত কমিটি কিছু উল্লেখ করেনি। তবে বলেছে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়ার সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ নিহত হয়েছেন।
তারা আরও বলেন, হত্যাকাণ্ডের দিন রোস্তিস্লাভের সহকর্মী ও সাংবাদিক কন্সতান্তিন মিখালচেভস্কি এবং ইজভেস্টিয়া পত্রিকার দুই কর্মচারী রোমান পোলশাকভ এবং দিমিত্রি শিকভ আহত হয়েছেন।
তদন্ত সংস্থা জানায়, ‘তদন্তের অংশ হিসাবে, তদন্তকারীরা মিডিয়া প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে প্রমাণ জড়ো করবেন ‘।
আরও পড়ুন: সুদানে বেসামরিক উড়ান বিধ্বস্তে নিহত ৯
কমিটির সভাপতি ঝুরাভলেভকে পদকের জন্য মনোনীত করছেন বলে জানিয়েছেন তারা । তারা বলেন, ‘সেই সাংবাদিকদের মধ্যে ঝুরাভলেভ একজন যারা সর্বদা সত্য জানিয়েছেন,’।