সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত
চীনে প্রবল বৃষ্টিতে একটি স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময়র রোববার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, জিমনেসিয়ামটি ধসে পড়ার সময় ১৯ জন লোক ভেতরে আটকা পড়েছিলেন। এ ঘটনায় হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের ভবনটির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই শিশু।
ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন। ভারি বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।