বুবলীর স্ট্যাটাস নিয়ে অপু যা বল্লেন

বিনোদন

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে আবার। একাধিকবার তাদের মধ্যে ঘনিষ্ঠতারও মিলেছে প্রমাণ। যুক্তরাষ্ট্রে একসঙ্গে তারা ঘুরে বেড়িয়েছেন, যোগ দিয়েছেন ঘরোয়া অনুষ্ঠানে। এবার অপু জানালেন, স্বামী-সন্তান নিয়ে সুখে দিন কাটাতে চান তিনি।

একটি ভিডিও ক্লিপে নিউইয়র্কের রাস্তায় এক গাড়িতে দুজনকে দেখা গেছে। আরেক ভিডিওতে দেখা গেছে, ছেলে আব্রাহাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব, সঙ্গে অপুও। দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই সামনে এলো আরও একটি ছবি।

এক অনুষ্ঠানে জয়কে নিয়ে গিয়েছিলেন শাকিব-অপু। যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা দম্পতি নওশীন নাহরীন ও আদনান ফারুক হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনে গিয়েছিলেন তারা। অভিনেত্রী বন্যা মির্জা, দিনাত জাহান মুন্নী, রুমানা, তমালিকা কর্মকারসহ অনেকেই ছিলেন সেই অনুষ্ঠানে।

শেষ ছবিটি ওই অনুষ্ঠানের, যেটি ফেসবুকে শেয়ার করেছেন দেশের এক সময়ের ছোটপর্দার অভিনেত্রী রিচি সোলায়মান। এসব ছবি-ভিডিও ঘিরে শাকিব-অপুর ‘এক হওয়ার গুঞ্জন’ নিয়ে নানা খবর প্রকাশ হয়েছে। তবে এখন পর্যন্ত মুখ খোলেননি দুই তারকা।

কুরবানির ঈদে অপু অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তির আগে এটি নিয়ে অন্যরকম ‘আবেগ’ কাজ করছে বলে ফেসবুকে জানান অভিনেতা শাকিব খান। হলে গিয়ে সিনেমাটি দেখতে সবাইকে অনুরোধ করেন।

এসবের মধ্যেই মঙ্গলবার দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুক পেজে নিজের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে বুবলী লিখেছেন- ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

বুবলীর স্ট্যাটাসের একদিন পর বুধবার নিউইয়র্কের ম্যানহাটন সেন্ট্রাল বুকিং থেকে নিজের ফেসবুক পেজে ছেলে জয়ের দুটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ক্যাপশনে লেখেন- ‘আমার প্রিয়স্থান তোমার আলিঙ্গনে।’

অপুর এই পোস্ট নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। সেখানে নেটিজেনরা অপু বিশ্বাসের ছেলেকে নানা রিঅ্যাকশন এবং মন্তব্যে ভাসাচ্ছেন। আবার নেটিজেনদের কেউ কেউ শবনম বুবলীর পক্ষেও কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *