মাঝ আকাশে মার্কিন ড্রোনে রুশ যুদ্ধবিমানের ‘হামলা’

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলািইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে লক্ষ্য করে ‘হামলা’ চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মাঝআকাশে আগুনের ফুলকি ছুড়ার ঘটনা ঘটেছে। এতে মার্কিন ওই ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মধ্যাঞ্চলের প্রধান লেফটেনেন্ট জেনারেল অ্যালেক্স গ্রানকেচ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘গত রোববার রাশিয়ার একটি যুদ্ধবিমান বিপজ্জনকভাবে মার্কিন ইউএস এমকিউ-৯ ড্রোনের কাছাকাছি চলে আসে। এরপর খুব কাছ থেকে আগুনের ফুলকি ছুড়ে মারে। আইএসআইএসবিরোধী অভিযানে ওই সময় ড্রোনটি নিয়োজিত ছিল।’

তিনি আরও বলেছেন, ‘সৌভাগ্যবশত ড্রোনের ক্রু এটি উড়িয়ে রাখতে সমর্থ হন এবং নিরাপদে ঘাঁটিতে ফিরিয়ে আনেন।’

বিবৃতিতে রুশ বিমানের এমন কর্মকাণ্ডে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আইএসআইএসবিরোধী অভিযান বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।

এর আগে চলতি বছরের মার্চে কৃষ্ণসাগরের ওপর জ্বালানি ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি ইউএস এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান। ওই সময় এ ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে গত সপ্তাহে জানান, রুশ বিমানের এমন আচরণের জবাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *