বিএনপির কর্মসূচি: ঢাকার প্রবেশপথ সমূহে পুলিশের সতর্ক অবস্থান

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা অনলািইন ডেস্ক

বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর প্রবেশপথে সতর্ক অবস্থানে পুলিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বঘোষিত রাজধানীতে প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে বলে ঘোষণা দেয় বিএনপি।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ আমিন বাজার-গাবতলী এলাকায় সকাল থেকেই পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

পুলিশ বলছে, যদিও কোনো দলকে ঢাকার প্রবেশমুখে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। তারপরও বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গাবতলীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। অবস্থানের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী মঞ্চ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬ টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *