ধর্মেন্দ্রকে চুম্বন করা নিয়ে যা বললেন শাবানা আজমি

বিনোদন

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

অনেক দিন পরিচালকের ভূমিকায় ফিরেই আবারও বাজিমাত করেছেন ভারতের নামী পরিচালক করণ জোহর। তার পরিচালিত নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। সেই সঙ্গে জমে উঠেছে আলিয়া ভাট আর রণবীর সিংয়ের প্রেম।

তবে সিনেমাতে সবচেয়ে বড় হইচই ফেলেছে একটি চুম্বন দৃশ্য। সিনেমাতে ধর্মেন্দ্র এবং শাবানা আজমির একটি চুম্বন দৃশ্য রয়েছে। আর তা ঘিরে আলোচনা সবখানে। তাদের রোমান্স নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা দুটোই। শেষ পর্যন্ত মুখ খুলেছেন শাবানা আজমি।

ভারতের এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি সোজাসাপ্টা জবাব দিয়েছেন। স্ট্রেইট ব্যাটে খেলে বলেছেন, রোমান্সের কোন বয়স হয় না। আমি কখনই ভাবিনি যে এই দৃশ্য ঘিরে এতটা হইচই হবে। এই সময়ে এসে এসব নিয়ে কথা হবে সেটাও ভাবা যায় না।

শাবানা আজমি বলেন, শুটিংয়ের সময় এটি নিয়ে কোনও সমস্যা হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি চুম্বন দৃশ্যে আমি অভিনয় করিনি। কিন্তু ধর্মেন্দ্রর মতো একজন সুপুরুষকে কে না চুম্বন করতে চাইবে, এমন প্রশ্নও রাখেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী।

এমনকি ওই সাক্ষাৎকারে স্বামী এবং লেখক জাভেদ আখতার কি প্রতিক্রিয়া দিয়েছেন সে বিষয়েও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলছেন, এই বিষয়ে ওনার কিছু যায় আসেনি। কিন্তু যে বিষয়টি আমার সম্পর্কে প্রভাব ফেলে, তা হল আমার উচ্ছৃঙ্খল আচরণ।

অন্যদিকে বর্ষীয়ান অভিনেত্রীকে চুম্বন নিয়ে ধর্মেন্দ্র জানান, করন জোহর যখন আমার সঙ্গে এই দৃশ্য নিয়ে আলোচনা করেছিলেন, আমি এটা আশা করিনি। কিন্তু পরে বুঝেছি সিনেমার প্রয়োজনে এই দৃশ্যের প্রয়োজন ছিল। আর সেজন্যেই এহেন সাহসী দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছি।

ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনকে রকি বা রণবীরের পরিবারের লোক হিসেবে ছবিতে দেখানো হয়েছে। অন্যদিকে চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী এবং শাবানা আজমিকে আলিয়ার পরিবারের অংশ হিসেবে দেখানো হয়। আর এই দুই পরিবার সব দিক থেকে আলাদা ঘরনার।

আর এই দুই পরিবারের সন্তান হয়েও একে অন্যের প্রেমে পড়েন রকি এবং রানি। তারপর কী হয় তাদের সঙ্গে সেটাই এই গল্পের বিষয়। গেলো শুক্রবার সিনেমাটি ভারতজুড়ে মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *