পুলিশের ওপর হামলায় ছয় জামায়াত নেতা গ্রেপ্তার

আইন আদালত জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার আশুলিয়ার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (৬৫), আশুলিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন (৪৪), আশুলিয়ার ৭নং ওয়ার্ডের সভাপতি আবু বকর সিদ্দিক (৪৭), ৭নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ (৩৩), ৫নং ওয়ার্ডের সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন (৫৭) এবং ৭নং ওয়ার্ডের কর্মী মিজানুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, ৩১ জুলাই সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে গাড়ি ভাঙচুর করে জামায়াতের আশুলিয়া থানা কমিটি। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটার খবর পেয়ে হাজির হয় পুলিশ। পুলিশ উপস্থিতিতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় তারা।

ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও জামায়াতের নেতাকর্মীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে।

মামলার এজাহারে বলা হয়, বিক্ষোভস্থলে অভিযান চালিয়ে বিক্ষোভ সমাবেশের ব্যানার, একটি বিস্ফোরিত ককটেলের অংশ, চারটি স্প্লিন্টার, একটি টিনের জর্দার কৌটা, পোড়া কস্টেপ এবং গাড়ির ভাঙা গ্লাসের টুকরা উদ্ধার করেছে পুলিশ।

বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশের দুই সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার আশুলিয়ার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *