সুবর্ণবাঙলা প্রতিনিধি
সাউন্ড বক্স বাজাতে বারণ করায় এক রিকশাচালকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে শেরপুরের পশ্চিম শেরী এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ওই রিকশাচালকের মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ (৫৫) একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায় ঘটনার সময় মিন্না শেখের ঘরের পাশে একই এলাকার কবির, কবিরের ছেলে রাজিব ও রাজনসহ একদল যুবক উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। এসময় মিন্না শেখ তাদের উচ্চ শব্দে গান বন্ধ করতে বললে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মিন্না শেখের ওপর অভিযুক্তরা হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।