সুবর্ণবাঙলা প্রতিনিধি
বিদ্যুতের লাইন মেরামতের সময় স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের কেন্দ্র ইনচার্জ ও লাইনম্যান মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নেয়ামপুরা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মরিবুনিয়া পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান (৪২) ও লাইনম্যান মনির হোসেন (৩৫)। কেন্দ্র ইনর্চাজ মিজানুর রহমান পটুয়াখালী জেলার বাসিন্দা এবং মনির বাড়ি কাঁঠালিয়ার বানাই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিয়ামতপুরা মোল্লা বাড়ি এলাকায় নিচে পরে থাকার বিদ্যুতের লাইন মেরামত করার সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তারা দু’জন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাউন্ড বক্স বাজাতে বারণ করায় হত্যা
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।