বাসের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ, ৭জন নিহত

ঘটণা- দুর্ঘটনা পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা ব্যুরো

যশোর সদর উপজেলায় বাস চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৫জন রয়েছেন। তাদের বাড়ি যশোরের বাঘারপাড়ার যাদবপুর গ্রাম ও সদর উপজেলার সুলতানপুর গ্রামে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *