সিরাজগঞ্জে পার্কিংয়ে থাকা ট্রাকে আগুন

আইন আদালত পরিবহণ-পর্যটন ও যোগাযোগ রাজনীতি

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পার্কিংয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাক চালক রুস্তম বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে আকিজ সিমেন্টের ৩০০ ব্যাগ সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলাম। নলকা ওভারব্রিজ এলাকায় এলে ট্রাকের ইঞ্জিনে সমস্যা হয়। আমি ও হেলপার রনি ট্রাক দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করি। এ সময় মাস্ক পরা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত এসে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। আমরা বাধা দিতে গেলে আমাদের ভয় দেখায়। ট্রাকে আগুন দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে আমরা বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলি। এরপর ৯৯৯-এ (জরুরি হটলাইন নম্বর) ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত হয়।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ‘পাঁচ-ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত দাঁড়ানো ট্রাকটিতে আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে ট্রাকটির কেবিন পুড়লেও মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। মামলার প্রস্তুতি চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *