চাঁদপুরে বাসে আগুন, হেলপার দগ্ধ

আইন আদালত জাতীয় রাজনীতি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বাসের হেলপার দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থানরত আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আহত হয়েছেন বাসটির চালক নাছির উদ্দিন বিপ্লব।

চালক নাছির উদ্দীন বিপ্লব বলেন, ‘হেলপারসহ তারা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। ঘটনাস্থলে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি।’


চাঁদপুরে বাসে আগুন দেওয়া হয়েছে।

নোয়াখালী চাঁদপুরে চলাচলকারী আনন্দ পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটির মালিক শম্ভু চন্দ্র দাস বলেন, ‘কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারো নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।’

চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তসাপেক্ষে বলা যাবে, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কয়েলের আগুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *