সুবর্ণবাঙলা প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত এবং বাবা আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার (৪৫) ইতালি প্রবাসীর স্ত্রী। এক ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি।
আহত বাবা মোখলেছুর রহমান (৭০) জানান, তার ছেলে রবিন মাদকাসক্ত, বাসায় ঝগড়া করে ধারালো চাকু দিয়ে বোন আয়েশাকে ছুরিকাঘাত করে সে। তিনি ফেরাতে গেলে তার হাত কেটে যায়।
তিনি বলেন, সোমবারই রবিনকে রিহাবে দেয়ার কথা ছিল। এ নিয়ে বিতণ্ডার জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
নিহত আয়েশার মেয়ে সাইফুন নাহার জানান, তারা মামা মায়ের সাথে বিতণ্ডার এক পর্যায়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর-ফার্মগেট অংশের টোলহার নির্ধারণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রাত ৯টার দিকে আয়েশা আক্তারের মৃত্যু হয়। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।