সুবর্ণবাঙলা আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর প্রাদেশিক রাজধানী টেপিকের বাররাঙ্কা বাঙ্কায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন। দেশটির প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে বেশিরভাগই বিদেশি যাত্রী ছিল এবং তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন। বাসটি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিল।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা খুব স্বাভাবিক বিষয়। চলতি বছরেই চারটি বড় সড়ক দুর্ঘটনার কবলে পড়লো দেশটি। এমনকি গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।