নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা চূড়ান্ত

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

নাইজারে গেলো সপ্তাহের সেনা অভ্যুত্থানকে প্রতিহত করতে দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছেন পশ্চিম আফ্রিকান নেতারা। কখন এবং কীভাবে এ সামরিক অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোয়াস) রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছেন, কখন এবং কোথায় হামলা চালানো হবে তা প্রকাশ করবে না কর্তৃপক্ষ। ব্লকের রাষ্ট্রপ্রধানরা এ সিদ্ধান্ত নেবেন।

নাইজেরিয়ার রাজধানী আবুজাতে তিন দিনের বৈঠক শেষে শুক্রবার মুসাহ বলেন, আমরা কীভাবে, কখন বাহিনী মোতায়েন করতে যাচ্ছি সে বিষয়ে আলোচনা হয়েছে।

ইকোয়াস এরইমধ্যে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং জানিয়েছে, সেনা অভ্যুত্থানের নেতারা রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর আল জাজিরার।

ইকোয়াস জোটের বৈঠক

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু শুক্রবার সিনেটে পাঠ করা এক চিঠিতে তার সরকারকে সেনা মোতায়েনসহ বিকল্প পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

সেনেগালের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও নাইজারে সেনা পাঠাবে।

নাইজারের সামরিক শাসকরা বাইরের দেশের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, যে কোনো ধরনের বহিঃআক্রমণ প্রতিহত করা হবে।

নাইজারের সামরিক অভ্যুত্থানকে পরোক্ষভাবে সমর্থন জানিয়ে প্রতিবেশী দুই দেশ বুরকিনা ফাসো ও মালি বলছে, নাইজারে যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের দুই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

গেলো ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। এরপর থেকে সেনাবাহিনীর বিশেষ এ শাখার প্রধান জেনারেল আব্দুর রহমান চিয়ানি নিজেকে নাইজারের প্রধান হিসেবে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *