সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন স্বল্পকালীন বিদ্রোহের শুরুতে রাশিয়ার শীর্ষ দুই সামরিক কর্মকর্তাকে আটকের পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বুধবার পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করে। খবর সিএনএনের।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, প্রিগোজিন ষড়যন্ত্রের পরিকল্পনা করছিলেন তখন, যখন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং শীর্ষ সেনা জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেন সীমান্তবর্তী একটি অঞ্চল পরিদর্শন করছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) পরিকল্পনা বাস্তবায়নের দুইদিন আগেই এ সম্পর্কে জেনে গিয়েছিল। তারা প্রিগোজিনকে শেষ মুহূর্তে তার পরিকল্পনা পরিবর্তন করতে এবং মস্কোর দিকে যাত্রা শুরু করতে বাধ্য করে।
সিএনএন ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট সম্পর্কে দুটি ইউরোপীয় নিরাপত্তা সূত্রকে প্রশ্ন করলেও তারা তেমন কোন তথ্য দিতে পারেননি।
তারা শুধু জানান, প্রিগোজিনের রাশিয়ান সামরিক নেতাদের ধরার ইচ্ছা থাকলেও তিনি এর জন্য কোনো পরিকল্পনা করেছিলেন কিনা তা মূল্যায়ন করা যায়নি।