১২০ কোটিতেও আরিয়ানের ‘না’!

বিনোদন

আনন্দনগর ডেস্ক


আরিয়ান খান

বাবা শাহরুখ খান বলিউডের বাদশা নামে স্বীকৃত। আর ছেলে আরিয়ান খান তো জন্ম থেকেই স্টারকিড হিসাবে পরিচিত। বাবার পথ ধরে আরিয়ানও বলিউডে দিকেই ঝুঁকেছেন। তবে অভিনয়ে নয়। ক্যারিয়ার শুরু করেছেন বাবারই গড়া প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইমেন্টের পরিচালনার কাজ দিয়ে। পরিচালনা করছেন ‘স্টারডম’ নামে একটি ওয়েব সিরিজ।

গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনির নিয়ে লেখা হয়েছে এর চিত্রনাট্য। ছয় পর্বের এই ওয়েব সিরিজের শুটিংও প্রায় শেষের পথে। তার আগে এই সিরিজটি কেনার জন্য প্রথম সারির একটি ওটিটি প্লাটফর্ম থেকে ১২০ কোটি রুপির প্রস্তাব দেওয়া দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আরিয়ান।

অবশ্য এর কারণ বলেছে ভারতীয় গণমাধ্যম। আরিয়ান চাইছেন তার কাজটি আগে শেষ হোক। এরপর তিনি বিক্রির সিদ্ধান্ত নেবেন। ছেলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন শাহরুখও। নিজে প্রযোজনা করলেও সিরিজটি বিক্রির ভার ছেলের ওপরই তিনি ছেড়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *