বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকায়

অন্যান্য প্রবাসে-পরবাসে

সুবর্ণবাঙলা অনলাইন প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত মাজেদুল হাসান লাকী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মাজেদুল হাসান লাকীর ভগ্নিপতি মফিজ হোসেন মজু।

মফিজ হোসেন মজু জানান, মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িযোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় লাকী ঘটনাস্থলেই নিহত হন।

মফিজ হোসেন মজু আরও জানান, নিহত মাজেদুল হাসান লাকীর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *