লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ৩ হাজার সেনা মোতায়েন

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক


যুদ্ধজাহাজ ইউএসএস বাটান। ফাইল ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ আটকের অভিযোগ তুলে লোহিত সাগরে তিন হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ইরান ওয়াশিংটনের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে। খবর- এএফপি

মার্কিন পঞ্চম নৌবহর বিবৃতিতে জানায়, পূর্বঘোষিত সেনা মোতায়েনের অংশ হিসেবে গত রোববার মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা সুয়েজ খালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে লোহিত সাগরে প্রবেশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, ওয়াশিংটন তার নিজ স্বার্থেই এসব সেনা মোতায়েন করেছে। এ অঞ্চলে মার্কিন সরকারের সামরিক উপস্থিতি কখনো নিরাপত্তা তৈরি করেনি। এ অঞ্চলে স্বার্থ হাসিলে তারা সব সময় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় মদদ দিয়েছে।

ওয়াশিংটন বলেছে, গত ৫ জুলাই ওমানের আন্তর্জাতিক জলসীমায় ইরানের দুটি বাণিজ্যিক জাহাজ আটকের উদ্যোগ মার্কিন সেনারা প্রতিহত করেছে। তবে ইরানের মেরিটাইম সার্ভিস বলেছে, এ দুটি ট্যাংকারের একটি বাহামিয়ান পতাকাবাহী রিচমন্ড ভয়েজারের সঙ্গে ইরানি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ ক্রু সদস্য মারাত্মক আহত হন।

মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী তেল ব্যবসার রুট হিসেবে ব্যবহৃত হওয়ায় লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *