পাকিস্তানে গির্জা ও বাড়িঘরে আগুন, গ্রেপ্তার ১৪৬

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কোরআন অবমাননার অভিযোগে পাঁচটি গির্জায় আগুন এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক উসমান আনোয়ার বলেন, এ হামলার ঘটনায় বাকি জড়িতদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছেন, কোরআনের কথিত অবমাননার ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘জনগণকে উত্তেজিত করে তোলার একটি পরিকল্পিত ষড়যন্ত্র’ এটি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, গির্জাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সহিংসতার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার পাকিস্তানের ফয়সালাবাদ জেলার জারানওয়ালা শহরের সিনেমা চক এলাকায় কোরআনের কয়েকটি ছেঁড়া পাতা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং কমপক্ষে পাঁচটি গির্জায় আগুন দেয়া হয়। পাশপাশি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, কোরআন অবমাননার অভিযোগে দুই খ্রিষ্টান ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *