সুবর্ণবাঙলা ডেস্ক
আগামী এক দশকে ভারতের ১৬৯ শহরে ১০ হাজার বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে চার্জিং ও অন্যান্য অবকাঠামো কাজের ব্যয়সহ মোট ৫৮০ বিলিয়ন রুপি ব্যয় ধরা হয়েছে। গত সপ্তাহের শেষদিকে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন বিজেপি সরকার।
বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ২০০ বিলিয়ন রুপি অর্থায়ন করবে। তবে বাকি টাকা রাজ্য সরকার বা বেসরকারি কোম্পানিগুলো থেকে আাসবে কি না, মন্ত্রীর বক্তব্যে সেটি স্পষ্ট করা হয়নি।
ভারতে বৈদ্যুতিক গণপরিবহণ চালুর পদক্ষেপ আসে মূলত কার্বন নির্গমন কমানো এবং জ্বালানি আমদানি বন্ধের ভাবনা থেকে।
কোম্পানিগুলো যানবাহন এবং যন্ত্রাংশ তৈরির জন্য প্রণোদনার প্রস্তাব করে। ভারতীয় রাজ্য সরকারগুলোর চাহিদা বিবেচনা করে ১২ বিলিয়ন ডলার ব্যয়ে ৫০ হাজার বৈদ্যুতিক বাসের একটি পরিকল্পনা চূড়ান্ত করে দরপত্র জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।