সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
স্বজনদের আহাজারি
মানিকগঞ্জের সিংগাইরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ঢাকার মিরপুরের বাসিন্দা নুর হোসেনের ছেলে।
নিহতের ভাই সালাহউদ্দিন বলেন, আমার ভাই মাসুদ সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রোববার দুপুরে প্রয়োজনীয় কাজে সিংগাইর হাটে যায়। হাট থেকে শ্বশুরবাড়ি ফেরার সময় সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পশ্চিম দিকে আসা দ্রুতগতির একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে সে রাস্তায় পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পায় এবং প্রচুর রক্তক্ষরণ হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।