সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবীতে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আফরোজা আক্তার মিমি নামে এক তরুণী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
রোববার বিকালে পল্লবীর ১২ নম্বর ডিওএইচএসয়ের এভিনিউ ৩ এর ৩ নম্বর রোডে ঘটনাটি ঘটে।
নিহত আফরোজা মিরপুর পলিটেকনিক্যাল ইন্সটিউটের কম্পিউটার সাইন্সের ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম আফসার উদ্দিন। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুর সদরে।
পুলিশ জানায়, মেয়েটি সম্ভবত প্রেমঘটিত কারণে বাসার বারান্দা থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। লাফ দেওয়ার পূর্বে হয়তো অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছে।
পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। নিহতের লাশ সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।