সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি: সেলিম ফুটবল একাডেমি উদ্বোধন করেন অতিথিরা
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল- মাদক ছেড়ে খেলতে চল’- এই স্লোগানে ঢাকার সাভারের কলমা এলাকায় সেলিম ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠনের জার্সি উন্মোচন ও উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাভার ইউনিয়নের কলমা ওয়াজ আলী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইদ হাসান কানন এ একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সাভার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. আরিফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, মো. সোহেল রানা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কারিগরি বিভাগের সমন্বয়কারী মাহবুব আলম পলো, সাভার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী পরিচালক সুজিত কুমার চন্দন, ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক মানিউর রহমান, চারাবাগ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মইনুল হাসান হেলাল, নেওয়াজ আলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অনিক আহমেদ ইমন, মিন্নত আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা, বিশিষ্ট সমাজসেবক বি এম শাহিন, কোন্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক মো. সুমন আলী।
এই ফুটবল একাডেমির স্বত্বাধিকারী মো. সেলিম আহমেদ বলেন, হারিয়ে যাওয়া ফুটবলের পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই মূলত আমার এই উদ্যোগ। ফুটবল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমি ছোটবেলা থেকেই একজন ফুটবলপ্রেমী মানুষ। নিজেও এক সময় নিয়মিত ফুটবল খেলতাম। সেই ভালোবাসার জায়গা থেকেই আজকের এই একাডেমি। আমাদের এই একাডেমিতে শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধারও ব্যবস্থা রয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও এখানে খেলা শিখতে পারে। ফুটবলের উন্নয়নের যার যার অবস্থান থেকে এগিয়ে এসে বেশি বেশি ফুটবল একাডেমির প্রয়োজন। এখান থেকেই বাংলাদেশে বড় বড় খেলোয়াড়ের জন্ম হবে। ফুটবলের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা হবে।